• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৮:৫৪ অপরাহ্ণ
বরিশালে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ কর্মচারীদের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

 

এ সময় বরিশাল সড়ক জোনের শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন বলেন- তাদের এই দাবি না মেনে নিলে তারা কঠোর আন্দোলনে যাবেন। তাই তিনি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রতি আহ্বান জানান। তাদের এই দাবিগুলো যেন অচিরেই বাস্তবায়ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির সরদার।

সাংগঠনিক সম্পাদক এনামুল বাশার পান্নু বলেন- ২০২৫ এর নীতিমালা সংশোধন পূর্বক মাস্টার রোল কর্মচারীদেরকে মাসিক ভিত্তিক ৩২ /১১/ ১০৪/ আনুষাঙ্গিক প্রতিষ্ঠান কোর্ট থেকে বেতন প্রণয়নের জন্য বলেছেন। ২৭ মামলার নীতিমালায় মামলা অন্তর্ভুক্ত করতে হবে নইলে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। ২২ হাজিরা পরিবর্তে ৩০ দিনের হাজিরা দিতে হবে, এমনটাই বলেন বক্তৃতারা এসময় সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।কর্মচারীদের ৭দফা দাবিগুলো-২৭ মামলার অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে নিতিমালা চূড়ান্ত করতে হবে।
সকল মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের বয়স শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্ব খাত করতে হবে।
তৃতীয় চতুর্থ শ্রেণীর সকল নিয়মিত শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণসহ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মরত মাস্টাররোল শ্রমিক দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ এর অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।
সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন সমন্বয়ে কাঠামো পুর্ণগঠন করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে।

এদিকে ৭ দফা দাবির বিষয়ে বরিশাল সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন- তাদের দাবি ন্যায্য কারণ তারা মাস্টার রোলে ১০ থেকে ১৫ বছর ধরে এই চাকরি করে আসছেন। তাদের বেতন দিয়ে সংসার পরিচালনা করেন, তাদের তিন মাস একুশ দিন বেতন বন্ধ। এই বেতন না পেলে কিভাবে চলবে, তবে আমি আশা করি খুব শীঘ্রই তাদের বিষয়গুলো সমাধান হবে।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল