• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আজানের মধ্যে ইমামের টাকা চুরি, দেখেও ধরেননি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
বরিশালে আজানের মধ্যে ইমামের টাকা চুরি, দেখেও ধরেননি
সংবাদটি শেয়ার করুন....

 

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য এক মুসল্লি ঢুকছে। পরবর্তীতে জানতে পারি আজানের মধ্যেই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।

মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান বলেন, আমি দীর্ঘদিন যাবত বড়কসবা আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। সোমবার দুপুর ১টার দিকে মসজিদে জোহরের আজান দিচ্ছিলাম। এ সময় এক চোর মসজিদে প্রবেশ করে। পরবর্তীতে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার ঢাকা চুরি করে নিয়ে যায়। আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া সমীচীন মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও চোরকে পাওয়া যায়নি।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল