• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না : বরিশালে শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ২১:৩৮ অপরাহ্ণ
শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না : বরিশালে শিবির সভাপতি
সংবাদটি শেয়ার করুন....

 

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা শিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আদর্শ নিয়ে যে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি- অতীতে হয়ে ছিল, তা আর বাংলাদেশে হবে না।

বিএম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য দেন বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম ও শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনর রশীদ রাফি।

এছাড়া অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান, বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ নেতারা।

অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং শিক্ষাজীবনে ইতিবাচক মানসিকতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা আরও বলেন, ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে তরুণ প্রজন্মকে। জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাৎ আমরা ভুলে যাব না। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল