খুলনা কারাগারের জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, কারাগারে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও গ্রেনেড বাবুর অনেক সদস্য আটক আছে। তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৫টার পর কারাগারের অবস্থা স্বাভাবিক হয়।