নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগর ভবনে চুরি: বৈদ্যুতিক তার ও লাইট খুলে নিল চোরেরা, নিরাপত্তা জোরদারের নির্দেশ।
বরিশাল নগর ভবনে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা ভবনের বাউন্ডারির বৈদ্যুতিক তার ও লাইট খুলে নিয়ে গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত আড়াই টার দিকে নগর ভবনের মূল প্রাচীরে এ চুরির ঘটনা ঘটে।
বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহিদ মুরাদ জানান, রাতের কোনো এক সময় ভবনের বাউন্ডারির গেটের পাশে স্থাপিত কয়েকটি লাইট ও বৈদ্যুতিক তার অজ্ঞাত চোরেরা খুলে নিয়ে যায়। এতে বড় কোনো আর্থিক ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।”
জানা গেছে, ঘটনাস্থলে বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটায়।
সিটি কর্পোরেশনের উপ-কর কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ুনিরাপত্তারক্ষীরা শব্দ শুনে চোরদের ধাওয়া দেয়। তবে তারা দ্রুত পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ জনের একটি সংঘবদ্ধ দল এ ঘটনার সঙ্গে জড়িত।”
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগর ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাতে নগর ভবন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মিত টহল না থাকায় চুরি, মাদকসেবন ও অবৈধ প্রবেশের মতো ঘটনা ঘটছে।
পুলিশ ও সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে নগর ভবনের আশপাশে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।