• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে কঠোর অভিযান : ২ জেলের সাজা, অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ২৩:১১ অপরাহ্ণ
মা ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে কঠোর অভিযান : ২ জেলের সাজা, অবৈধ জাল জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। অভিযানে ২ জেলের সাজা ও ২২শত মিটার অবৈধ জাল জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে সন্ধ্যা নদীতে উজিরপুর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উজিরপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জনকে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানা পুলিশ।

এদিকে উজিরপুরের সন্ধ্যা নদীতে মা ইলিশ নিধন রক্ষায় কঠোর অভিযান অব্যাহত থাকায় এবং একের পর এক জেলেদের সাজা ও বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল