• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন নেতৃত্বে নুরুল আমিন-আব্বাস-সালাম রাড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ২২:৫৮ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন নেতৃত্বে নুরুল আমিন-আব্বাস-সালাম রাড়ি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে নুরুল আমিনকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম আব্বাসকে সদস্যসচিব ও আব্দুস সালাম রাড়িকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটি অনুমোদন দেন। পাশাপাশি সদর উপজেলা বিএনপির সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- এই কমিটি সদর উপজেলা ১০টি ইউনিয়ন থেকে যোগ্য, নিবেদিত ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী ত্যাগী নেতাদের নিয়ে এক মাসের মধ্যে পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করবে। অতিদ্রুত সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের পূর্নাঙ্গ নির্বাহী কমিটি গঠন করবে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি অনুমোদনের ফলে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল