• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি জেলা আ.লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার ম*র*দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫, ২৩:৩৭ অপরাহ্ণ
ঝালকাঠি জেলা আ.লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার ম*র*দেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (গতকাল) রাত ১০টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন মৌসুমি কেকা রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি ২০২০ সালে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তবে তৎকালীন সময়ে কিছু বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,

“রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল