অনলাইন ডেক্স : ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কারাগার কোড, ১৯৬৮ এর ৪৯১ ধারা এবং The Prisons Act,, ১৮৯৪ এর ধারা ৭(বি) অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাশার রোডে অবস্থিত ুএম এ এন ভবন নং-০৮”-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজুল আলম-আলাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।