• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মৎস্য কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫, ২৩:৩০ অপরাহ্ণ
বরিশালে মৎস্য কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলে আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য কর্মকর্তা ওমর সানিকে হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছে থাকা ৩০ কেজি ইলিশ এবং ১৫ কেজি পাঙাশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে অংশ নেন ইলিশ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মো. এমদাদুল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি এবং কোস্টগার্ডের একটি টিম।

এ সময় তাদের ওপর একদল বিপথগামী জেলে দেশীয় অস্ত্র দা, কুড়াল, চাপাতি, ইট, সুড়কি দিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আকটকৃতদের মধ্যে ৯ জন এলাকায় ডাকাত হিসেবে পরিচিতি।তাদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি বাদী হয়ে মৎস্য আইনের পাশাপাশি পেনাল কোডের ধারায় মামলা করেন।

রোববার (১২ অক্টোবর) সকালে আটককৃতদের মধ্যে পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মোস্তফা বেপারি (১৯), সোহেল (১৯), আল আমিন গাজী (৩৫), জাহের মাতব্বর (৩৫) ও রুবেল (২২)। হামলা ও ২৭ জেলে আটকের সত্যতা রোববার বিকেলে নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মো. ওমর সানি বলেন, অভিযানে জব্দ করা ৩০ কেজি ইলিশ ও ১৫ কেজি পাঙাশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, ‘আটককৃত জেলেদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দেওয়া হবে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল