নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুনহাট সংলগ্ন ক্যাপ্টেন মহিউদ্দিন সেতুর পশ্চিম প্রান্তে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃ*ত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর সড়কের পাশে র*ক্তা*ক্ত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বাবুগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লা*শ উদ্ধার করে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, ধারণা করা হচ্ছে, কোনো পরিবহন তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তার ছবি আশপাশের থানায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, লা*শটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।