নিজস্ব প্রতিবেদক : ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে শুক্রবার (০৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।

এদিকে, ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বরিশালে নৌ র্যালি বের করা হয়।বরিশাল খাদ্য ডেলিভারি
শনিবার (০৪ অক্টোবর) বেলা ১১টায় কীর্তনখোলা নদীতে এই র্যালিতে প্রশাসনের সঙ্গে মৎস অধিদপ্তর, র্যাব, নৌ-পুলিশ এবং কোস্ট গার্ড সদস্যরাও উপস্থিত থাকবে।
বরিশালের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নৌ পুলিশ ও হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হচ্ছে। মা ইলিশ নিধনকারীদের ধরতে মেঘনা নদীতে নজরদারির জন্য অন্তত চারটি ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোন যেখানে ইলিশ ধরার তথ্য দেবে, সেখানে দ্রুত স্পিডবোট নিয়ে অভিযান চালানো হবে। এছাড়া অভিযান পরিচালনার জন্য জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এর মধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবে।বরিশাল খাদ্য ডেলিভারি
এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ জড়িমানা করা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
র্যালিতে বরিশালের জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য কর্মকতারা উপস্থিত ছিলেন।