নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর একটি পূজা মন্ডবে পুলিশের চোখ ফাঁকি দিলেও আনসার বাহিনীর চোখ ফাঁকি দিতে পারলোনা এক ছিনতাইকারী।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী জানান, সোমবার সন্ধ্যায় বরিশাল মহানগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজা মণ্ডপে এক শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় আনসার বাহিনীর এক সদস্য’র দূরদর্শিতায় তৎক্ষনাৎ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
আনসার বাহিনীর বরিশাল জেলার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পূজা মণ্ডপে দায়িত্বে থাকা পিসি জসীম উদ্দীন তালুকদার, এপিসি মো. রাফি ও ভিডিপি সদস্য মিজানুর রহমান দায়িত্ব পালন করছিলেন। এসময় এক ছিনতাইকারী হঠাৎ এক কন্যাশিশুর গলা থেকে স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত এপিসি রাফি তাকে হাতেনাতে আটক করেন।
আটককৃত যুবককে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও লকেট শিশুটির মা–বাবার হাতে ফিরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় পূজা মণ্ডপে উপস্থিত সাধারণ মানুষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় আনসার বাহিনীকে ধন্যবাদ জানান।