• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তোফায়েল আহমেদের মৃ*ত্যুর খবর গুজব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২৩:০৫ অপরাহ্ণ
তোফায়েল আহমেদের মৃ*ত্যুর খবর গুজব
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : মতাচ্যুত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মৃত্যুর খবর গুজব।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে তোফায়েল আহমেদের ভাগ্নির ছেলে ও ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

কামাল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা মারা যাননি। এখনো বেঁচে আছেন, স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে দোয়া করবেন নেতার জন্য।’

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যা ভুগছেন। রোববার ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল