• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র মনোনয়ন নিয়ে ফেসবুকে গুজব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ২৩:১৩ অপরাহ্ণ
বিএনপি’র মনোনয়ন নিয়ে ফেসবুকে গুজব
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : বিএনপি’র নির্বাচনী রাজনীতি নিয়ে এখন ফেসবুকে গুজবের রাজত্ব কায়েম করেছে একটি চক্র। এরা এক একজনকে দলীয় প্রার্থী বানিয়ে পোস্ট দিচ্ছে ফেসবুকে। সাথে থাকে বানানো গপ্প। এসব পোস্টে বলে দেয়া হচ্ছে অমুককে এমপি প্রার্থী হিসেবে দল সবুজ সংকেত দিয়েছে। এতে করে একদিকে তৃণমূল বিএনপিতে সৃস্টি হচ্ছে নিত্য কোন্দল। এক শ্রেনীর পত্রিকা ও অনলাইনে নিউজ কাটিং করে আবার এগুলোকে নিউজ হিসেবে প্রকাশ করছে। এমন একাধিক পোস্ট দেখার পর এ নিয়ে বিএনপি’র সংশ্লিস্ট দপ্তরের নেতৃবৃন্দ এবং দলের সর্বোচ্চ পর্যায়ে কথা বললে উত্তর পাওয়া গেছে তা হলো ফেসবুকের লেখাগুলো শতকরা শতভাগ গুজব। এ ধরনের কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত কোন পর্যায় থেকে নেয়া হয়নি। ধারনা করা হচ্ছে এক শ্রেনীর নেতাকর্মীরা কিছু অর্থের বিনিময়ে ফেসবুকে এমনসব পোস্ট লিখে সাময়িক অস্থিরতা সৃস্টি করে চলেছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি বাড়ছে। এরা মুলত দলের ক্ষতিটাই করে চলেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল