• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে তরুণীকে ধর্ষ*ণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ২২:৪৬ অপরাহ্ণ
বরিশালে তরুণীকে ধর্ষ*ণের দায়ে যুবকের যাবজ্জীবন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :বরিশালের বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণের দায়ে সুজন বৈরাগি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

এ সময় তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এরপর রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা সুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামের রনজিৎ বৈরাগীর ছেলে সুজন বৈরাগী পার্শ্ববর্তী এক তরুণীকে ধর্ষণ করে।

ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সুজনকে এই দণ্ড দেন বিচারক।