নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগীতে চাঁদাবাজি মামলায় বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, জাহিদ হাসান নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ উল্লেখ করে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হেলাল হোসেন দিনাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করেন। এছাড়া মামলায় ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় পুলিশ অভিযান চালিয়ে আদিল সিকদারকে গ্রেফতার করে। তবে মামলার ১ নম্বর আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবির বলেন, ‘ছাত্রদলের পদ-পদবী থেকে চাঁদাবাজি করলে বা কোনো অপকর্ম করলে এর দ্বায়ভার দল নিবে না। বরং অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন খান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে আদিল সিকদারকে গ্রেফতার করে রোববার সকালে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।