নিজস্ব প্রতিবেদক : বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান। আজ বুধবার (২৩ জুলাই) চরমোনাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদারের (মেম্বার) নেতৃত্বে হাবিবুর রহমান বাচ্চু মেম্বার, দুলাল মেম্বার, মুনসুর মেম্বার, স্বপন মোল্লা, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সিদ্দিকুর রহমান, মন্নান হাওলাদার, শাহাবুদ্দিন সাবুসহ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
অন্যদিকে ২৬নং ওয়ার্ড থেকে হেমায়েত হাওলাদার ও জব্বার সিকদারের নেতৃত্বে বিএনপি ও বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক লোক যোগদান করেন।
অপরদিকে বরিশাল নগরীর পেয়াজ পট্টির বিশিষ্ট আড়ৎদার মুহাম্মাদ নুর হোসেন হাওলাদার ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুকসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের আশ্রাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন নাইস, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম প্রমুখ।