• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা, রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা, রাস্তা অবরোধ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বৃষ্টির মধ্যেও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে এই বিক্ষোভ শুরু করেন।

এরপর কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে এসে ভবনটিতে তালা ঝুঁলিয়ে দেন তারা। পরে বেলা ১১টার দিকে বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই; যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলেই কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ড্রেন সংস্কারের দাবি জানান।

এছাড়া শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগেরও দাবি তুলে ধরেন।

তারা আরও জানান, দাবি মানা না মানা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল