• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৫, ২৩:২৭ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি মো. সবুজ হাওলাদারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার এ বিষয়ে তাকে চিঠি দেওয়া হয় বলে গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি শফিকুল ইসলাম সাগর জানান।

দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, বরিশাল সদর উপজেলার সভাপতি মো. সবুজ হাওলাদারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়ার কথা চিঠিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, দলের বরিশাল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হল।