• ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দাবি বরিশালের পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ২২:০২ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দাবি বরিশালের পরীক্ষার্থীদের
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

রোববার দুপুরে নগরীর নতুল্লাবাদ এলাকার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা ২ মাস পেছনোর দাবি জানায়।

এছাড়া এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ খ্রিষ্টাব্দের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই ২০২৫ খ্রিষ্টাব্দে পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবিও জানান তারা। এই দাবিগুলোর প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপিক দেয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকী জানান, পরীক্ষা পেছানোসহ বেশ কিছু দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয় জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে।