• ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রতিমা ভেঙে পালানোর সময় কিশোরকে আটক করলো জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৫, ২১:৫৮ অপরাহ্ণ
বরিশালে প্রতিমা ভেঙে পালানোর সময় কিশোরকে আটক করলো জনতা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় মন্দিরের প্রতিমা ভেঙে পালানোর সময় এক কিশোরকে আটক করেছে জনতা। বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জঙ্গলপট্টি গ্রামের রাম কৃষ্ণ দে’র বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক কিশোর উপজেলার ভীমেরপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে হঠাৎ করেই ওই বাড়িতে যায় কিশোর। পরে মন্দিরে থাকা দুটি প্রতিমা ভাঙচুর করে পালানোর সময় তাকে লোকজন ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় মামলা হবে। মামলার পর তদন্ত করে দেখা হবে কারও প্ররোচণায় এ ঘটনা ঘটিয়েছে কি-না।