• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিন পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৮:৫৪ অপরাহ্ণ
দুই দিন পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুদিন পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৭টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশাল নদীর বন্দরের যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা।

তিনি জানান, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ৭টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা।

এর আগে বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার কারণে বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল