• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৫, ২২:৫৪ অপরাহ্ণ
বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেফতার ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর বাংলা বাজার এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল নগরীতে নাশকতা ও বিএনপি অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল