• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের ‍মৃ*ত্যুু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৫, ২২:৫০ অপরাহ্ণ
কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের ‍মৃ*ত্যুু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাজেশ কুমার পালের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজপুর গ্রামে। তাঁর বাবার নাম সরোজ কুমার পাল।

রাজেশ কুমারের ভগ্নিপতি কমল কুমার পাল বলেন, পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন তাঁরা। আজ সকালে ‘সাগর নীড়’ নামে একটি আবাসিক হোটেলে ওঠার পর সবাই মিলে সৈকতে যান। গোসল করতে সাগরে নেমে রাজেশ পানিতে ডুবে যান। রাজেশ স্বাস্থ্যবান ছিলেন, হয়তো ঢেউয়ের চাপ সামলাতে পারেননি। পরে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের উপপরিদর্শক সবুর মিয়া বলেন, সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন পশ্চিম পাশে তাঁরা গোসলে নেমেছিলেন। সেখানেই রাজেশ কুমার ঢেউয়ের তোড়ে ডুবে যান। পর্যটকদের চিৎকার শুনে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটককে উদ্ধার করেন।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উপসহকারী মেডিকেল কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ওই পর্যটক সম্ভবত পানিতে নেমেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মরদেহ থানায় রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।