• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ১৬:৩৬ অপরাহ্ণ
বরিশালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ইউনিয়নের নবগ্রাম রোডে পেশকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোনিয়া বেগম (২১) রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কড়াপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সরদারের স্ত্রী।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, ছাত্রদল নেতা ওমর ফারুক মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে বরিশাল নগরী থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। নবগ্রাম রোডের পেশকার বাড়ি এলাকায় পৌঁছালে ঝালকাঠি থেকে বরিশালগামী সিলিন্ডার বোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে স্ত্রী সোনিয়ার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল