• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামী পুলিশ, ইউনিফর্ম পরে স্ত্রী করেন টিকটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ২৩:১৩ অপরাহ্ণ
স্বামী পুলিশ, ইউনিফর্ম পরে স্ত্রী করেন টিকটক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পড়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিললুর এই আদেশ দেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যের নাম সাইফুজ্জামান। তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি খবর পান, কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করেও সীমা খাতুন নামের একজন নারীকে নিয়ে ভাড়া বাসায় থাকেন এবং সীমা খাতুন কনস্টেবল সাইফুজ্জামানের ইউনিফর্ম পড়ে ভিডিও তৈরি করে টিকটকে পোস্ট করেন। এরপর ওসি নিজেই ওই কনস্টেবলের ভাড়া বাসায় যান। সেখানে যাচাই করে জানতে পারেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে বিয়ের কাবিনের কাগজ এখনও হাতে পাননি।

কিন্তু সীমা (পুলিশ সদস্যের স্ত্রী) যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও পোস্ট করেন, সেই অভিযোগ সত্য। এরপর ওসি বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এদিকে বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তর আদেশে স্বাক্ষর করেন পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান। এরপর রাতেই কনস্টেবল সাইফুজ্জামান থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল