• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের দুটি আসনে মুফতি ফয়জুল করীমের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ২২:৩৭ অপরাহ্ণ
বরিশালের দুটি আসনে মুফতি ফয়জুল করীমের মনোনয়নপত্র দাখিল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে শায়খে চরমোনাই আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা শেষে হাতপাখা মার্কার প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জানান- এ দেশের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচনে সংশ্লিষ্টগণকে নিরপেক্ষ থাকতে হবে। এ জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান করেছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল