• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ২২:৩৫ অপরাহ্ণ
বরিশালে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর সিএন্ডবি রোডস্থ টিটিসির খেলার মাঠ থেকে খুলিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিএন্ডবি রোড কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ক্যাম্পাসে একটি মাঠে খেলতে গিয়ে মাটি খুঁড়ছিল কয়েকজন শিশু। এ সময় মানুষের একটি মাথার খুলি বেরিয়ে আসলে শিশুরা ভয়ে ডাক-চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, মাথার খুলিটি বহু পুরোনো। খুলি উদ্ধার করে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়। তারা এসে খুলিটি পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল