• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ
বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মেঘনা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পৃথক লঞ্চ দূর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বরিশাল অঞ্চলের ৩টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা শেষে নেতাকর্মীরা অ্যাডভেঞ্চার- ৯ লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের সাথে এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের ৪ যাত্রী নিহত হয়। এ ঘটনায় এমভি এ্যাডভেঞ্চার- ৯ এবং এমভি জাকির সম্রাট-৩ এর রুট পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ।

অন্যদিকে একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহতরা হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন। এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে নৌ-পুলিশ। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নিয়ে ওই লঞ্চের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ।

বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার বলেন, একাধিক লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় অ্যাডভেঞ্চার- ৯, সুন্দরবন ১৬ এবং এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল