• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ২২:৪৫ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে ১২২ পিস ইয়াবাসহ নোমান খান (২৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার জুমার নামাজের পরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাংলাবাজার এলাকার বাজারের পাশে সবদুল মহাজন বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নোমান খান ওই এলাকার কবির খানের ছেলে।

অভিযানের নেতৃত্বে থাকা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর হেলালুজ্জামান জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকার সবদুল মহাজন বাড়ি অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবাসহ নোমান নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা করে নোমানকে আদালতে প্রেরন করা হয়েছে। আদালত শনিবার তাকে কারাগারে প্রেরণ করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান হেলালুজ্জামান।

এলাকাবাসীরা জানান, নোমান দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত রয়েছে। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এসে তার নিকট থেকে মাদক কিনে নিয়ে যায়। এতে করে এলাকার পরিবেশও নষ্ট করছে নোমান। নোমান গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল