• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ৬টি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ২২:৪১ অপরাহ্ণ
বরিশালের ৬টি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে ভোটে অংশ নিতে নয়জন প্রার্থী ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী- ১৭ ডিসেম্বর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসন থেকে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা আব্দুস সোবহান, বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ছাড়া বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও বাসদের মনীষা চক্রবর্ত্তী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে বরিশাল-৪ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছে রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল