• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পলাশপুরে মসজিদের সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ২৩:১০ অপরাহ্ণ
পলাশপুরে মসজিদের সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী জমির মালিক।অভিযোগ উঠেছে মসজিদের সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের পায়তারা চালাচ্ছে কুচক্রী মহল।দীর্ঘদিন দখলে থাকা জমির স্থাপনা ভেঙে ৫ ই আগস্ট এর পরে নতুন করে দখল নেওয়ার পায়তারা চালাচ্ছে।

অভিযোগকারী মাহাবুবা ইসলাম (৭১), স্বামী আনিচুর রহমান। তিনি নিউ ভাটিখানা আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কাউনিয়া থানাধীন চর বদনা মৌজার এস.এ খতিয়ান নং–২৯৪ এর দাগ নং ৯৩০ ও ৯৩১-এর অন্তর্ভুক্ত মোট ৩ একর জমি তিনি বৈধভাবে ক্রয় করেছেন। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—মোস্তাক হোসেন বিহারী (৬০), বাপ্পি বিহারী (৩২), চিনি বিহারী (৫০), টিয়া বেগম (২৫), মাহামুদা খাতুন বেবী (৫২) ও সাদ্দাম হোসেন (৩২)। সবাই কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকায় বসবাসকারী বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মাহাবুবা ইসলাম অভিযোগ করেন, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পলাশপুর সূয্যের হাসি ক্লিনিকের পার্শ্ববর্তী তার জমির ভেতরে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ শুরু করে আমার জমিতে অবৈধভাবে মসজিদ তৈরী করতে চায় এতে তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউনিয়া থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল