নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউরী বাড়ী সংলগ্ন কচা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়- বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউরী বাড়ী সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যাক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। এরপর পুলিশের একটি টিম এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিকভাবে অজ্ঞাত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান- অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।