নিজস্ব প্রতিবেদক ।। স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ঝটিকা অভিযানে বরিশাল মহানগরীর এক মৎস্যজীবিলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মৎস্যজীবীলীগ নেতার নাম মোঃ মনির হোসেন বেপারী। তিনি নগরীর ৯নং ওয়ার্ডস্থ রসুলপুর এলাকার বাসিন্দা আঃ রব বেপারীর ছেলে। বরিশাল মহানগর মৎস্যজীবী লীগের কার্যকরী পদে আসীন ছিলেন তিনি।
জানাগেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম নগরীর পোর্টরোড এলাকাতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিট এর সময় পোর্টরোড এলাকা থেকে মহানগর মৎস্যজীবীলীগের কার্যকরি সদস্য মোঃ মনির হোসেন বেপারিকে গ্রেফতার করা হয়।
স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ ইনচার্জ গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ ইনচার্জ গোলাম মোঃ নাসিম জানান আটককৃত মনির হোসেন বেপারীর বিরুদ্ধে সু নির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হামলা ও বিএনপির অফিস ভাংচুরসহ ২টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, গ্রেফতার অভিযান চলমান থাকবে।