• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ২২:৪৮ অপরাহ্ণ
মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে লিমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা আহত রাজু মল্লিকের (৪০) স্ত্রী।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী জানান, স্বামী রাজু মল্লিকের সঙ্গে ঈশ্বরকাঠি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে প্রতাপ বাজারে আসছিলেন লিমা আক্তার। এ সময় পেছন থেকে একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় লিমা।

তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লিমার স্বামী রাজু মল্লিক গুরুতর আহত হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশরাফ আলী বলেন, ‘ঘটনার পরপরই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল