নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উজিরপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আলী সুজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম। সৌজন্য সাক্ষাৎকালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের আইন-শৃঙ্খলা ও সমসাময়িক সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। এসময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।