• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে খানসন্স টেক্সটাইল মিলে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
বরিশালে খানসন্স টেক্সটাইল মিলে আগুন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিসিক শিল্পনগরীর খানসন্স টেক্সটাইল মিলের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে কর্মরত দেড় শতাধিক শ্রমিক আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

আসমা নামের এক নারী শ্রমিক জানান, কারখানার ভেতরে এসি মেরামতের সময় একটি তার থেকে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরেক শ্রমিক নাদিম বলেন, দুপুরের বিরতির কিছু সময় আগে আগুন লাগে। বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা ছুটোছুটি করে।

তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপক যন্ত্র দীর্ঘদিন ধরে অচল থাকায় আগুন নেভাতে প্রথমদিকে বেগ পেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগে। কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।

এদিকে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে সময় লাগবে।

কারখানার ম্যানেজার যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল