• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ২২:০০ অপরাহ্ণ
বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে, জরিমানা আদায়
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে জরিমানা আদায় করেছে।

বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) বরিশাল সদর উপজেলার কর্নকাঠি ও চরকাউয়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও বরিশাল জেলা কার্যালয়।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।

২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে কর্নকাঠি ও চরকাউয়া এলাকায় অবস্থিত দুটি ড্রাম চিমনি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ১২০ ফুট চিমনি বিশিষ্ট একটি অবৈধ ইটভাটা থেকে ২,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটাটি সম্পূর্ণরূপে ভেঙে ধ্বংস করা হয়।

ফায়ার সার্ভিসের পানি ব্যবহার করে ইটভাটার কাঁচা ইটও সম্পূর্ণ নষ্ট করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল