• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে কৃষকদল সভাপতির উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ২১:১৮ অপরাহ্ণ
উজিরপুরে কৃষকদল সভাপতির উপর সন্ত্রাসী হামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামে হত্যার উদ্দেশ্যে কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমানের উপর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ ও আহত সূত্রে জানা যায়- গত ২৮ নভেম্বর সকাল ৯ টায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠী গ্রামের মৃত শুক্কর আলী মোল্লার ছেলে ৫নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ মিজানুর রহমানের উপর পূর্ব শত্রুতার জের ধরে গালার ষ্ট্যান্ডে বাদল মোল্লার চায়ের দোকানের সামনে অতর্কিত হামলা চালায় ওই এলাকার সন্ত্রাসী সোহাগ হাওলাদার (৪২), সুমন হাওলাদার(৩৫), শাওন হাওলাদার (৩০), বাচ্চু মোল্লা (৫২)সহ অজ্ঞাত ৪/৫ জন। এ সময় ডাক-চিৎকার করলে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। আহত মিজানুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় আহতর ভাই আনিচুর রহমান বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের পাওয়া যায়নি।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল