• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও মানজুরা মুশাররফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ২১:১৪ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও মানজুরা মুশাররফ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত মানজুরা মুশাররফ।

এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভূ-স্বত্ত্বা প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার দক্ষতা ও সততা প্রশংসিত।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানজুরা মুশাররফকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তিনি বরিশাল সদর উপজেলার দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মানজুরা মুশাররফকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল