• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাদে সাকুরা পরিবহন, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ২২:০৫ অপরাহ্ণ
বরিশালে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাদে সাকুরা পরিবহন, আহত ১৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে বেপরোয়াগতির মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়েছে যাত্রীবাহি সাকুরা পরিবহন। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের হলি কেয়ার ক্লিনিকের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন- বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন। এসময় একটি মোটরসাইকেল পাশ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াগতিতে মহাসড়কে ওঠেন। তাৎক্ষনিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির সাকুরা পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষনিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল