• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি বাসান্ডা নদী থেকে সবজি বিক্রেতার ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ২২:৫১ অপরাহ্ণ
ঝালকাঠি বাসান্ডা নদী থেকে সবজি বিক্রেতার ভাসমান মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি শহরের বাসন্ডা নদী থেকে এবার এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পালবাড়ী এলাকার স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি বাউকাঠি এলাকার কালিআন্ধার গ্রামের বাসিন্দা দুলাল খাঁ (৬০), তিনি মৃত কালু খাঁর ছেলে।

নিহতের ভাই বেল্লাল জানিয়েছেন, দুলাল খাঁ খুলনায় থাকতেন এবং সম্প্রতি এলাকায় কিছু দিন অবস্থান করছিলেন। তিনি কাঁচা মাল বিক্রির ব্যবসা করতেন এবং তাঁর কোনো শত্রু নেই।

সদর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা বেলায়েত জানায়, “৯৯৯ ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল