• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ২৩:০৫ অপরাহ্ণ
মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল, নিহত ১
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় উপলক্ষ্যে আয়োজিত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া–নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও আটজন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রবিউল ইসলাম।

আহত আটজনকে উদ্ধার করে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষ্যে স্থানীয় একটি পক্ষ মিষ্টি বিতরণের আয়োজন করেছিল। অনুষ্ঠানে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আর কাকে নয়—এ নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত মৃত্যুর ঘটনায় রূপ নেয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল