• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না : বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ২২:২৩ অপরাহ্ণ
জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না : বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোও নয়, খারাপও নয়। মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি।

নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনা নিয়ে তিনি বলেন, বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে। ভবিষ্যতে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহীনি সচেতন থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দিন প্রমুখ।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল