• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২৫, ২২:০১ অপরাহ্ণ
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামকে ওএসডি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক:ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। সারাদেশে যে ২৯ জনকে ওএসডি করা হয়েছে তাদের মধ্যে তিনিও একজন।
রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি করা কর্মকর্তাদের আগামী ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে হবে। তা না হলে ৯ মার্চ থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
ডা. এইচএম জহিরুল ইসলাম ২১তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তিনি ঝালকাঠির সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঝালকাঠি ১০০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল