• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএমপি’র কাউনিয়া থানা বার্ষিক পরিদর্শন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ২১:৪৯ অপরাহ্ণ
বিএমপি’র কাউনিয়া থানা বার্ষিক পরিদর্শন।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ০৪:৩০ টায় বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে নোট করেন।

এ ছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কাউনিয়া থানা জনাব মোঃ নাজমুল নিশাত সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল