• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল, সদস্য সচিব হুমায়ুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ২৩:৪৩ অপরাহ্ণ
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল, সদস্য সচিব হুমায়ুন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় তিন বছর পর দলের নেতাকর্মীরা ফিরে পেলেন তাদের রাজনৈতিক অভিভাবক।

রবিবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি দলীয় পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সাবেক জেলা সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ফজলুল হক মাস্টারকে। তিন সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি আজ ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরপরই বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল