নিজস্ব প্রতিবেদক : বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত মোটর মেকানিক ইয়াসিন (২৪) ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় (ঢামেক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে।
এঘটনায় (৩০ আগষ্ট) শনিবার রাতে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ইয়াসিনের বাবা । মামলা নং-২৫। মামলায় একই গ্রামের ৫ জন নামধরাসহ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
আসামীরা হলো একই গ্রামের রাসেল সিকাদারের ছেলে মমিনুল ইসলাম লিমন(২০), ইমন (২৪), ১নং আসামীর মা নাজমা বেগম(৪৫), চাচাতো ভাই রিপন ও রাকিব ।
নিহত ইয়াসিন উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা মানিক হোসেন এর একমাত্র ছেলে । ইয়াসিন বাবুগঞ্জ কলেজগেট এলাকায় নিজ দোকানে মোটর মেকানিকের কাজ করতো।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, নিহত ইয়াসিন ও আসামী মমিনুল ইসলাম লিমন দুই বন্ধু। মোটর সাইকেল কেনার জন্য কিছু দিন আগে ইয়াসিনের কাছ থেকে ১৫০০০ হাজার টাকা ধার নেয় লিমন। ওই টাকা ফেরত না দেওয়ায় লিমনের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে যায় ইয়াসিন।
২২ আগষ্ট টাকা দেওয়ার কথা বলে ইয়াসিনকে মোবাইল ফোনে পাশের এলাকা মহিষাদি সরকারি প্রাঃ বিদ্যালয় সংলগ্ন নদীর পারে ডেকে নেয় লিমন। তখন ইয়াসিন কে নদীতে ফেলে মারধর করে।
এসময় স্থানীয়রা ছাড়িয়ে দিলে ঘটনাস্থল থেকে চলে আসে ইয়াসিন।
ওই দিন রাতে ১০:৪৫ মিনিটের দিকে ইয়াসিন বাড়ীর উদ্দিশ্যে রহমতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান এর বাড়ীর সামনে থেকে আসার সময় ইয়াসিনকে আটকিয়ে ৪/৫ জন মারধর করে। পরবর্তীতে বন্ধু লিমন ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের পেটে আঘাত করে। ইয়াসিনের ডাকচিৎকার শুনে ইউপি সদস্য মিজানুর রহমান বের হয়ে আহত অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ইয়াসিনের অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ইয়াসিনের বাবা মানিক হোসেন বলেন, আমার একটি মাত্র ছেলে তাকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে মিমাংসার কথা বলা হচ্ছে। আমরা কোন মিমাংসা চাই না। আমি আমার ছেলে হত্যাকারীদের শাস্তি চাই।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার নব নিযুক্ত ওসি আল মামুনুল ইসলাম বলেন, ধারের টাকা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। মামলা নম্বর ২৫ । হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।