• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ভাইয়ের চোখ তুলে নেয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ২২:৫৮ অপরাহ্ণ
বরিশালে ভাইয়ের চোখ তুলে নেয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলায় বাবার নির্দেশে ভাইয়ের দুই চোখ তুলে নেয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, মুলাদী থানায় এ ঘটনায় আহতের বাবাসহ মোট ৮ জনকে আসামি করে মামলা হওয়ার পর পরই পুলিশের একটি টিম মাঠে নামে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এক নম্বর আসামি স্বপন বেপারীকে জেলার উজিরপুর উপজেলার মসাং গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত স্বপন বেপারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইকে দুই ভাই নির্মমভাবে নির্যাতন করে দুই চোখ উৎপাটন করে। তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় পরদিন শনিবার। এরপরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই-তিনজন মিলে এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে আঙুল দিয়ে তার চক্ষু উৎপাটন করছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল